সিলেটের মুমিন ছড়ায় সার বোঝাই ট্রেনের ২ বগি লাইনচ্যুত

November 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পাড়ি দিয়ে মুমিন ছড়া (কালাকাটি) এলাকায় সার বোঝাই মালবাহী ট্রেনের ২ বগির ৪টি চাকা লাইনচ্যুত। দূর্ঘটনার আড়াই ঘন্টা সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। বুধবার ১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুহিব উদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন সার বোঝাই করে যাচ্ছিল। ওই ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আরেকটি ট্রেন হাইড্রুলিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে। উদ্ধার কাজে প্রায় আড়াই ঘন্টা লেগে যায়।

এর আগে  গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে  সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com