সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় অবৈধ গরু আটক

May 27, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার লাতু বিওপির বিজিবি সদস্যরা শনিবার ২৭ মে ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় অবৈধ গরু আটক করেছে।

এসময় পাচারকারীরা পালিয়ে যায়। বিকেলে বিজিবি আটক গরুগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছে। জানা গেছে, সম্প্রতি বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ গরু ও মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। গবাদিপশু পাচারের সাথে চোরাকারবারীরা বিভিন্ন মাদকদ্রব্যও নিয়ে আসছে।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি’র নেতৃত্বে বিজিবির লাতু ক্যাম্পের টহল বাহিনী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল চা বাগানের ভেতর ওৎ পেতে থাকে।

কিছুক্ষণ পর সীমান্ত অতিক্রম করে চা বাগানের ভেতর দিয়ে চোরাকারবীরা কয়েকটি ভারতীয় গরু নিয়ে যেতে দেখে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে।

এসময় গরু ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ১১টি ভারতীয় গরু আটক করে। যার বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিকিলে আটক গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com