সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট, মাস্ক বিতরণ ও প্রচার-প্রচারণা

June 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ সীমান্ত জেলা মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার অবস্থান রয়েছে ভারতের সাথে। কোভিভ-১৯ করোনা মহামারী নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভা কাজ করে যাচ্ছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় জরিমানা করে।
পৃথক ভাবে মৌলভীবাজার পৌরসভা মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিয়মিত মাইকিং ও ব্যপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১৪ জনের শরিরে করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ১৮ দশমিক ৬ ভাগ। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৬ ‘শ ৩৬ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৩ শত ৬৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৩১ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com