সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট, মাস্ক বিতরণ ও প্রচার-প্রচারণা

স্টাফ রিপোর্টার॥ সীমান্ত জেলা মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার অবস্থান রয়েছে ভারতের সাথে। কোভিভ-১৯ করোনা মহামারী নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভা কাজ করে যাচ্ছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় জরিমানা করে।
পৃথক ভাবে মৌলভীবাজার পৌরসভা মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিয়মিত মাইকিং ও ব্যপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১৪ জনের শরিরে করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ১৮ দশমিক ৬ ভাগ। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৬ ‘শ ৩৬ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৩ শত ৬৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৩১ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।
মন্তব্য করুন