সোনার বাংলা আদর্শ ক্লাবে আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির সোনার বাংলা আদর্শ ক্লাবের পঞ্চমবারের মত মেধা যাচাই পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ৩১ জানুয়ারি মনুমুখ ইউপির সোনার বাংলা আদর্শ ক্লাবের আয়োজনে দুপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মনুমুখ ইউপির চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনুর সভাপতিত্বে ও সোনার বাংলা আদর্শ ক্লাবের সাধারন সম্পাদক হাফেজ জুবায়ের আহমদ এর পরিচালনায় মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) সাদিয়া ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দে। বক্তব্য রাখেন সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি মুনাইম মিয়া, সহ-সভাপতি রিপন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিগন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন