সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আযহা পালিত
June 28, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহার নামাজ পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী।
বুধবার ২৮ জুন সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে জেলার ও বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।
বিগত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে এই নামায আদায় করছেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা পশু কোরবানী দেন।
মন্তব্য করুন