হরিণছড়া চা বাগান থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার ১১ ডিসেম্বর দুপুরে এগুলো উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। বনবিভাগ জানায়, ঝঃধহফ ঋড়ৎ ঙঁৎ ঊহফধহমবৎবফ ডরষফষরভব (ঝঊড) টিমকে নিয়ে বন বিভাগ এগুলো উদ্ধার করে। পরিবেশকর্মী ও পাখিপ্রেমি সোয়েল সিয়াম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজনকে নিয়ে হরিণছড়ার কার্তিক কর্মকারের ছেলে অমল কর্মকার ও তরনি বাউরীর ছেলে নিরঞ্জন বাউরীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বনবিভাগ(ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বনরেঞ্জ কর্মকর্তা(ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে তারা এমন করবেনা বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো রেসকিউ সেন্টারে রাখা হয়েছে, ওদেরকে একটা নির্দিষ্ঠ সময় পরে বনে ছেড়ে দেয়া হবে।
মন্তব্য করুন