হাওর ও চা বাগান এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির কোরবানীর গোশত  বিতরণ

July 1, 2023,

স্টাফ রিপোর্টার: শহরে বা ধনী এলাকায় একটি ভবনে অথবা বাড়িতে যত সংখ্যক গরু কোরবানি হয়ে থাকে, এই পরিমাণ কোরবানি কয়েকটি এলাকার মধ্যে  হয় কি না যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে ঐসব গরিবদের অনেকে কোরবানীর গোশত থেকে বঞ্চিত হন। বিশেষ করে হাওর বা চা বাগান এলাকার পরিস্থিতি যে কত করোন  তাহা নিজের চোখে না দেখলে বুঝা সম্ভব নয়।  এমন কিছু এলাকা আছে যেখান থেকে তারা নিজের বের হয়ে কাহারো কাছ থেকে গোশত নেওয়া যেমনি সম্ভব হয় না,কেউ গিয়ে যে ঐসব এলাকায় গিয়েও দিবে সেই সুযোগ কম।

অন্যদিকে শহরে গরিবদের অনেকে স্বল্প দামে গোশত বিক্রি করে দেন। এতে মূলত ক্ষতিগ্রস্ত হন গরিবরাই। হাওর ও চা বাগানের গরিবরাও যাতে শহরের কুরবানীর গোশতের অংশ পেতে পারেন এজন্য শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার হাওর এবং চা বাগান এলাকার গরীব দুস্থ অসহায় মানষের মধ্যে কোরবানীর গোশত বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে।

২৯ জুন বৃহস্পতিবার  পবিত্র ঈদুল আজহার দিন বিকালে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন এর শাহাপুর গ্রামে কাউয়াদিঘীর হাওর ও কুশিয়ারা নদীর পাড়ের গরীব দুস্থ অসহায় মানুষের জন্য একটি গরু কোরবানি করে প্রায় ১০০ জন মানুষকে এবং সংগঠন এর শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবী নিজেদের মাধ্যমে সংগ্রহকৃত গোশত ইটা চা বাগানের জালাই এলাকার ৫০ জন মুসলিম চা শ্রমিকদের মধ্যে ৩০ জুন শুক্রবার সকালে বিতরণ করা হয়।

বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর নেতৃত্বে এই বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠন এর নির্বাহী পরিচালক মোস্তফা বকস, তৌফিক আলম নাঈম, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ শাহ তৌফিক এলাহি তিয়াশ,মাসুম আহমদ রাফি,আবুল মাসুম রনি, রেজাউল ইসলাম রাফি, আব্দুল্লাহ আল মুহাইমিন রমি,মাহতাবুল ইসলাম উদয় প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com