হাকালুকি হাওর পারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অবৈধ জাল জব্দ, জরিমানা

আব্দুর রব॥ হাকালুকি হাওর পারের বড়লেখার কানুনগো বাজারে বৃহস্পতিবার ১১ মে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার অবৈধ ম্যাজিক জাল জব্দ করেছে।
এসময় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
এসময় বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জনসমক্ষে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, মৎস্য সংরক্ষণ বাস্তবায়ন নিশ্চিতকরণে হাকালুকি হাওরপারের বিভিন্ন বাজারে কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বড়লেখার কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন