হামিদিয়া চা-বাগানে শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিতরণ

June 29, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হামিদিয়া চা-বাগানে চা-শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর।

মঙ্গলবার ২৮ জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

প্রত্যেকটি শ্রমিক পরিবারকে ১৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ কেজি আলু, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ২টি করে সাবান, ১টি লুঙ্গি ও ১টি করে শাড়ি প্রদান করা হয়েছে।

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বছরে তিন কিস্তিতে মৌলভীবাজারসহ দেশের চা-বাগানগুলোতে শ্রমিক পরিবারের মধ্যে ৫ হাজার টাকা করে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে সরকার।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গ-সহেযাগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চা-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com