হার্ট ফাউন্ডেশনের নিজস্ব ভূমিতে নতুন ভবনের উদ্বোধন

February 5, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শহরতলীর ঘড়ুয়া এলাকার কানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডা. সুধেন্দু বিকাশ দাস এর দানকৃত দুই একর ভূমির এক প্রান্তে হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে হার্ট ফাউন্ডেশনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
এসময় উপস্থিত প্রায় ভূমি দাতা ডা. সুধেন্দু বিকাশ দাস, হার্ট ফাইন্ডেশনের সভাপতি সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ডা: আব্দুল আহাদ ও সাংবাদিক আব্দুল হামিদ মাহবুবসহ দেশ-বিদেশের অনেক প্রবীন ব্যক্তি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ নভেম্বর ভবনটির ভিত্তিপ্রস্থর স্থাপন করা হলে জেলা পরিষদের আর্থিক সহায়তা ও দেশী-বিদেশীদের সহায়তায় একটি ভবন নির্মাণ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com