হোটেল রিসোর্ট মালিকদের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পর্যটন উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস মালিকদের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ জুন রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজনে শহরের হোটেল শ্রীমঙ্গল ইন-এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পর্যটন সেবা সংস্থার উপদেষ্টা টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদুর সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান, পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমন, বালিশিরা রিসোর্ট এর চেয়ারম্যান, মো. শহিদুল হক, লেমন গার্ডেন রিসোর্টের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৩০ টি হোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন