১১ দিন পর চালু হয়েছে সিলেট-ঢাকা মহাসড়ক

June 22, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শেরপুর ব্রিজের সংস্কার কাজের জন্য ১১দিন বন্ধ থাকার পর সোমবার ২০ জুন ভোর থেকে খুলে দেওয়া হয়েছে সিলেট-ঢাকা মহাসড়ক।
Moulvibazar -3কাজ শেষ হওয়ার জন্য নির্ধারিত সময় ২২ জুন পর্যন্ত থাকলেও সংস্কার কাজ শেষ হয়ে যাওয়ায় তা খুলে দেওয়া হয়েছে। সংস্কার কাজের জন্য গত ১০ জুন সকাল থেকে সব ধরনের যানচলাচল বন্ধ রাখা হয়।
গত ১১ দিন ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকায় বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করতে হয়েছে জনসাধারণকে।
জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে যায়। আরসিসি ঢালাই ভেঙে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙ্গা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে থাকে।
ভাঙ্গন ধরা স্থানে জরুরি মেরামত কাজের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় দুদিন আগেই তা খুলে দেওয়া হয়েছে।
সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি সেতু চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com