১৩ জানুয়ারি মৌলভীবাজার দারুল উলুম মাদরাসার ৮৮তম বার্ষিক ওয়াজ মাহফিল 

January 13, 2024,
এহসান বিন মুজাহির॥ মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত জেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ৮৮তম বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার ১৩ জানুয়ারি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার মজলিসে শুরার উপদেষ্টা হাফেজ মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী ও মাদরাসার মজলিসে আমেলার সভাপতি, সাবেক জেলা জজ সৈয়দ এনায়েত উল্লাহ।
মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত করবেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুত তাফসির, তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা তাহমিদুল মাওলা-ঢাকা, মাওলানা সাজ্জাদুর রহমান-মারকাযুদ্দাওয়া ঢাকা, মুফতি মুশাহিদ কাশেমী, মাওলানা তায়্যিবুর রহমান-সিলেট, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী।
মাদরাসার মাহফিল সফলের জন্য দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া ও উপস্থিতি কামনা করেছেন দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি শামছুজ্জোহা এবং শিক্ষাসচিব হাফিজ মাওলানা আজমান আলী।
বিশেষ করে মাদরাসার আবনা ও ফুজালাদের সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান ফয়সল সাহেবজাদায়ে ধর্মপুরী ও মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক  শ্যামেরকোণী।
প্রসঙ্গত, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসাটি মৌলভীবাজার জেলা শহরের শাহ মােস্তফা সড়কের পাশে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। দেশের বিশিষ্ট আলেম বুজুর্গ মাওলানা আব্দুন নুর ইন্দ্বেশ্বরি রহ ১৯৩৭ সালে এটি প্রতিষ্ঠা করেন। আর ১৯৭৭ সাল থেকে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। এটি দারুল উলুম দেওবন্দের অনুসরণে এবং বাংলাদেশ সরকার স্বীকৃত আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ বিভিন্ন বোর্ডের অধিনে পরিচালিত।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com