১৩ দিনের ব্যবধানে আবারও বিষাক্ত সাপ উদ্ধার, শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

November 27, 2023,

এহসান বিন মুজাহির॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরি এলাকায় স্থানীয় এক ব্যক্তির বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার ২৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার স্থানীয় এক বাসিন্দার বাড়ির ভেতর থেকে এ সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে জানান, মণিপুরী পাড়ায় একটি বাসায় শঙ্খিনী সাপটি ঢুকে পড়ে। এ সময় বাসার লোকজন ভয়ে আতংকিত হয়ে পড়েন। এ খবর পেয়ে আমি বসতঘর থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন জানায়, গত ১৪ নভেম্বর উপজেলার ইছবপুর এলাকা থেকে একটি শঙ্খিনী ও ২৩ নভেম্বর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সোমবার বেলা ১২ টার দিকে শঙ্খিনী সাপটিকে লাউয়াছড়া বনের জানকিছড়ায় অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com