২১ মে দ্বিতীয় ধাপে রাজনগর উপজেলা নির্বাচন, স্থিতাবস্থা জারি থাকায় হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন

May 19, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আগামী ২১ মে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই তারিখে মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচন নির্ধারণ ছিল। সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ (১৬ মে) সাত দিনের জন্য স্থিতাবস্থা জারি করায় ওই তারিখে মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচন হচ্ছেনা।

রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজনগরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান খান (কাপ পিরিচ প্রতীক), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল প্রতীক)।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো: আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল প্রতীক), মহিম দে মধু (উড়োজাহাজ প্রতীক), মো: আব্দুল হাকিম (চশমা প্রতীক), সঞ্জয় দেবনাথ (বই প্রতীক) এবং জবলু তালুকদার (তালা প্রতীক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম (পদ্মফুল), লুৎফুল নাহার (বৈদ্যুতিক পাখা) ও সুমাইয়া সুমি (ফুটবল প্রতীক)।

উপজেলা নির্বাচন অফিস উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫শত ৫৫ জন ভোটার ভোট দেয়ার কথা রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com