৪০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

June 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত কুঞ্জবন এলাকায় আইয়ুব আলীর নিজ বসত ঘরের ভিতর থেকে ৪০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক করা হয়।
৬ জুন রবিবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির ও পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, এসআই মোহাম্মদ আল আমিন, সঙ্গীয় এসআই মোঃ রাকিবুল হাছান, এসআই মোঃ মুখলেছুর রহমানসহ সঙ্গীয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আসামীর নাম আইয়ুব আলী (৩২), পিতা-মোঃ মতলিব মিয়া, সাং-কুঞ্জবন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ আব্দুস ছালিক জানান, ৪০২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ১,২০,৬০০ টাকা।আসামী আইয়ুব আলীকে ৭ জুন রোজ সোমবার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় এবং মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com