৬৫ বছর পর কুলাউড়ার দুর্গম পাহাড়ি খাসিয়া পুঞ্জিতে মাতৃভাষা দিবস পালিত

February 22, 2017,

এইচ ডি রুবেল॥ ভাষা সংগ্রামের ৬৫ বছর পর কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি খাসিয়া পুঞ্জিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির প্রথম প্রহরে কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে তাতে পুস্পার্পন করেন পুঞ্জির খুদে খাসিয়া ও গারো শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় চিত্রাংকনসহ নানা প্রতিযোগীতা ও আলোচনা সভা। ইতিহাসে এই প্রথম কুলাউড়ার খাসিয়া পুঞ্জিতে মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের সক্ষমতা প্রকল্প।

উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম ডুলুছড়া পানপুঞ্জির অস্থায়ী শহীদ মিনারে পুস্পার্পন, প্রভাতফেরি ও বিভিন্ন প্রতিযোগীতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিং। ডুলুছড়া পুঞ্জির হেডম্যান লবিং সুমেরের সভাপতিত্বে ও কুকিজুরি আলোঘর স্কুলের শিক্ষক প্রবীণ আরেংয়ের পারিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কর্মধা ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, কারিতাস সক্ষমতা প্রকল্পের ফিল্ড এনিমেটর সারওয়ার আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কারিতাস সক্ষমতা প্রকল্পের মাঠ কর্মকর্তা শেখর আজিম। অনুষ্ঠানে কুকিজুরি ও বেলুয়া পান পুঞ্জির শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com