৭ মে রাজনগরের ৮টি ও কুলাউড়ায় ৬ টি ইউনিয়নে ভোট গ্রহন : মোট ৬৯ জন চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন

May 1, 2016,

স্টাফ রিপোর্টার॥ আগামী ৭ মে ২০১৬ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন ও কুলাউড়া উপজেলার অবশিষ্ট ৬ টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৬৯ জন চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন। এই ৬৯ জনের মধ্যে নির্বাচিত হবেন মাত্র ১৪ জন। তারা শেষ মুহুর্থে ভোটারদের দারে দারে গিয়ে নানা প্রতিশ্রতি দিচ্ছেন নিজেদের পক্ষে ভোট আদায় করতে।

রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন ঃ-

১নং ফতেহপুর ঃ (৫ জন)
মোঃ মতিউর রহমান লয়লুছ, বর্তমান চেয়ারম্যান (আওয়ামীলীগ বিদ্রোহী)।
মোঃ আব্দুল আজিজ ছাবুল (বিএনপি)।
নকুল চন্দ্র দাশ (আওয়ামীলীগ)।
সুমন দাশ (সতন্ত্র)।
আমীর আলী (বিএনপি বিদ্রোহী)।

২নং উত্তরভাগ ঃ (৩ জন)
মোঃ জিতু মিয়া, বর্তমান চেয়ারম্যান (বিএনপি)।
আব্দুল আজিজ (আওয়ামীলীগ)।
শাহ শহিদুজ্জামান ছালিক (আওয়ামীলীগ বিদ্রোহী)।

৩নং মুন্সিবাজার ঃ (৩ জন)
মোঃ ছাতির মিয়া, বর্তমান চেয়ারম্যান (আওয়ামীলীগ বিদ্রোহী)।
ছালেক মিয়া (আওয়ামীলীগ)।
শেখ মোঃ আশিক মিয়া (বিএনপি)।

৪নং পাঁচগাঁও ঃ (৬ জন)
মিহির কান্তি দাস মঞ্জু ,বর্তমান চেয়ারম্যান (আওয়ামীলীগ)।
শামছুন নূর অহমদ আজাদ (আওয়ামীলীগ বিদ্রোহী)।
শাহিন আহমদ (বিএনপি)।
লেচু মিয়া (স¦তন্ত্র)।
আলাল মিয়া (স¦তন্ত্র)।
জিলু মিয়া (স¦তন্ত্র)।

৫নং রাজনগর ঃ (৩ জন)
দেওয়ান খয়রুল মজিদ সালেক, বর্তমান চেয়ারম্যান (সতন্ত্র)
মোঃ ফারুকুজ্জামান খান (আওয়ামীলীগ)।
জুবায়ের আহমদ চৌধুরী (বিএনপি)।

৬নং টেংরা ঃ (৫ জন)
মোঃ টিপু খান, বর্তমান চেয়ারম্যন (আওয়ামীলীগ বিদ্রোহী)।
আব্দুল কাদির মোত্তালিব (আওয়ামীলীগ)।
আব্দুস সালাম তরফদার বাবলু (বিএনপি)।
শিবব্রত চক্রবর্তী (স¦তন্ত্র)।
আনোয়ার মাসুক (স¦তন্ত্র)।

৭নং কামারচাক ঃ (৩ জন)
মোঃ নজমুল হক সেলিম, বর্তমান চেয়ারম্যান (আওয়ামীলীগ)।
মোঃ আতাউর রহমান ওরফে গোলাম আজম (বিএনপি)।
মোঃ আতাউর রহমান সোহেল (আওয়ামীলীগ বিদ্রোহী)।

৮নং মনসুরনগর ঃ (৩ জন)
মিলন বখত, বর্তমান চেয়ারম্যান, (আওয়ামীলীগ)
ছাদিকুর রহমান (আওয়ামীলীগ বিদ্রোহী)।
আলী আহমদ আখন্দ রুমেল (বিএনপি)।

কুলাউড়া উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন ঃ-

ভাটেরা ইউনিয়ন ঃ (৭ জন)
সৈয়দ এ.কে.এম নজরুল ইসলাম (আওয়ামী লীগ)।
মোঃ কমর উদ্দিন (আওয়ামীলীগ বিদ্রোহী)।
মোঃ সিরাজ মিয়া, বর্তমান চেয়ারম্যান (বিএনপি)।
মোঃ কামাল আহমদ খান (জাসদ)।
মোঃ আকমল হোসেন তালুকদার (জাতীয় পার্র্টি)।
সয়ফুল আলম (স্বতন্ত্র)।
আজিজ আহমদ টুটু (স্বতন্ত্র)।

টিলাগাও ইউনিয়ন ঃ (৭ জন)
মোঃ আব্দুল মালিক (আওয়ামীলীগ)।
আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান (আওয়ামীলীগ বিদ্রোহী)।
মোঃ মসাহিদ আলী (বিএনপি)।
সৈয়দ গোলাম রহমান আজমল (বিএনপি বিদ্রোহী)।
মোঃ সেলিম উদ্দিন তালুকদার (জাতীয় পার্টি)।
জ্ঞান শংকর গৌড় (জাসদ)।
মোঃ কেরামত আলী (স্বতন্ত্র)।

পৃথিমপাশা ইউনিয়ন ঃ (৮ জন)
মোঃ আব্দুল মান্নান (আওয়ামী লীগ)।
জুবের আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী)।
নবাব আলী তাকি খান (বিএনপি)।
মোঃ ছয়ফুল হোসেন চৌধুরী হাসান (জাতীয় পার্টি)।
মোঃ আব্দুল লতিফ, বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র)।
নওয়াব আলী বাখর খান (স্বতন্ত্র)।
মোঃ আশরাফ আলী চিনু (স্বতন্ত্র)।
এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র)।

কর্মধা ইউনিয়ন ঃ (৪ জন)
মোঃ আতিকুর রহহমান (আওয়ামীলীগ)।
মোঃ আব্দুস সালাম (বিএনপি)।
মোঃ আব্দুস সহিদ বাবুল, বর্তমান চেয়ারম্যান (বিএনপি বিদ্রোহী)।
সোহাগ মিয়া (জাতীয় পার্টি)।

হাজীপুর ইউনিয়ন ঃ (৬ জন)
ওয়াদুদ বখস (আওয়ামীলীগ)।
মোঃ মাহমুদ আলী,বর্তমান চেয়ারম্যান (বিএনপি)।
কয়ছর মিয়া (জাতীয়পার্টি)।
মোঃ আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র)।
মোঃ নাজিম উদ্দিন (স্বতন্ত্র)।
মোঃ মাহমুদ আলী (স্বতন্ত্র)।

শরীফপুর ইউনিয়ন ঃ (৬ জন)
তোফাজ্জল হোসেন চিনু মিয়া, বর্তমান চেয়ারম্যান (আওয়ামীলীগ)।
অনিল বারইক (আওয়ামীলীগ বিদ্রোহী)।
জনাব আলী (বিএনপি)।
আব্দুল আহাদ (স্বতন্ত্র)।
খলিলুর রহমান (আওয়ামীলীগ বিদ্রোহী)।
মোঃ তাজুল ইসলাম (স্বতন্ত্র)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com