করোনায় মৃত সৈয়দ সোয়েবুল হোসেনের দাফনে নিয়োজিত তাকরীম ফাউন্ডেশন

July 30, 2021,
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকার সৈয়দ সোয়েবুল হোসেন (৬০) করোনা পজেটিভ নিয়ে শুক্রবার ৩০ জুলাই সকাল ৭টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।  মৃতের চাচাতো ভাই মৌলভীবাজার পৌরসভায় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করলে তিনি মৃত সৈয়দ সোয়েবুল হোসেন (মাস্টার) এর  দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতি ও নির্দেশনায়  সাস্থ্যবিধি মেনে লাশ গোছল,কাফন ও দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
শুক্রবার  ৩০ জুলাই বিকাল  ৫.৪৫  মিনিটে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মৃতের বাসভবনের সামনে  জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজে সাস্থ্যবিধি মেনে শারিরিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যগণ, মৃতের আত্বীয় স্বজন সহ এলাকার মানুষ অংশ গ্রহন করেন,পরে মৃত সৈয়দ সোয়েবুল হোসেনকে পশ্চিম ধরকাপন পারিবারিক  কবরস্থানে দাফন করা হয়। দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল আহাদ,আজাদ মিয়া,মোঃনিজাম উদ্দিন,মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী, শাহিন আহমদ,আব্দুর রশীদ,মোঃজবরুল ইসলাম, এম,জে, এইচ সামীর ও এস,কে রাসেল। উল্ল্যেখ্য যে,মৃত সৈয়দ সোয়েবুল হোসেন (মাস্টার) মৌলভীবাজার পৌরশহরের পশ্চিম  ধরকাপন এলাকার সর্বজনীন মরহুম আব্দুল কুদ্দুস এর ছেলে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com