দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে —কমলগঞ্জে কৃষিমন্ত্রী

April 15, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে  সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। এখন কৃষি ও কৃষকের উন্নয়নে যা যা দরকার আওয়ামী লীগ সরকার সবকিছু করছে। তিনি গত শনিবার ১৩ এপ্রিল দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি পূণবার্সন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে চলিত মৌসুমে পাঠ, উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ৩ হাজার  ৬ শত ৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিরযাদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, পৌর মেয়র  জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল  মিলন, সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান আজাদ, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম পুষ্প প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com