বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৭ গ্রামের ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন সহায়তা

April 27, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হলেও মিলেনি সরকারি কোনো ত্রাণ সহায়তা। তবে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসি সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ ঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলার পকুয়া, চরিয়া, ভাগল, কান্দিগ্রা, নওয়াপাড়া, কবিরা-সহ মোট ৭ টি গ্রামের ২০৭ পরিবারের মধ্যে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ বসতঘর মেরামতের জন্য ১২ লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করেছেন।
পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মাহেদুল ইসলাম।
মাওলানা কমর উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি সদস্য এমরানুল হক বাবু, ম্যারেজ রেজিষ্ট্রার ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, দৌলতপুর গ্রামের প্রবীন মুরব্বি ইলিয়াছ আলী, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস ছবুর, মাস্টার ফয়জুল হক, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আমেরিকা প্রবাসী আব্দুস সামাদ, লন্ডন প্রবাসী জেবুল আলম, সমাজসেবক বেলাল আহমদ, সুহেল আহমদ, ঝন্টু বিশ্বাস, কুতুব উদ্দিন, মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com