(ভিডিওসহ) মনোনয়ন পেয়ে মিছবাহুর রহমান বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান

September 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান দলীয় মনোনয়ন পেয়ে মৌলভীবাজার পৌছে প্রথমে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তিনি পাশে স্থানীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে মৌলভীবাজার জেলার প্রবেশ স্থান ও জিরো পয়েন্ট চা কণ্যা এলাকা থেকে মিছবাহুর রহমানকে এক বিশাল গাড়ী বহর নিয়ে এগিয়ে আসেন দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা।  এ সময় তার ফুল দিয়ে তাঁকে বরণ করেন।
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় পান। ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের স্থানীয় কার্যালয়ে তার মনোনয়ন জমা দিবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় নেতা সুব্রত পুরকায়স্থ, মিলন বখত, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সর্ব স্থরের মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতা কর্মিরা জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় প্রধান মন্ত্রী ও জন নেত্রী শেখ হাসিনাকে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com