মৌলভীবাজারে দুই দিনব্যাপী সিসিমপুর শিক্ষা মেলা উদ্বোধন

May 5, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দুই দিনব্যাপী (৩-৪ মে) সিসিমপুর শিক্ষা মেলা শুরু হয়েছে। শুক্রবার ৩ মে সকালে পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শিক্ষা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।
আরডিআরএস বাংলাদেশ, ইউএসএআইডি ওসিসেমি ওয়ার্কশপ এর আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিমপুর ওয়ার্কশপ এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম।
আরডিআরএস বাংলাদেশ-সিসিমপুর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালীপাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিসিমপুরের হালুম, ইকরি, টুকটুকি, শিকু বন্ধুরা চমৎকার মঞ্চাভিনয়ের মাধ্যমে শিশুদের মাঝে আনন্দ ও শিক্ষা মূলক বিভিন্ন বার্তা দিয়েছেন।
দুই দিনব্যাপী (৩-৪ মে) সিসিমপুর শিক্ষা মেলা শেষ হবে শনিবার। মেলায় বলো তো দেখি, সুস্থ থাকি, নিরাপদ পানি পান করি, মেলায় যাই ও গল্প বাড়ি ইত্যাদি নামে ১৫টি স্টল রযেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com