লকডাউনের প্রথম দিন থেকে প্রশাসন তৎপর : মোড়ে মোড়ে চেকপোস্ট

July 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে ১ জুলাই, বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬.৩০ ঘটিকা পর্যন্ত জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় সর্বোপরি সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (১) (খ) ধারামতে ১৬৭ জনকে ৮৯,৯০০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এসময় জুড়ী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি নির্দেশনা অমান্য করায় একজন ব্যক্তিকে সাময়িকভাবে আটক রাখেন।
উল্লেখ্য সকাল থেকে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও বিজিবি নিয়ে সারা মৌলভীবাজার শহর মনিটরিং করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com