কুলাউড়ায় সামিট কোম্পানীর বিরুদ্ধে বিটিসিএল’র ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ
কুলাউড়া অফিস॥ কুলাউড়া ও জুড়ী উপজেলায় গ্রামীন ফোনের থ্রীজির অপটিকাল ফাইবারের কাজ করাকালে বিটিসিএল এর ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে টেলিফোন এক্সচেঞ্জসহ গ্রাহকদের লাইন বিকল করে দেয়ার খবর পাওয়া গেছে। জানা যায় কুলাউড়া ও জুড়ী উপজেলায় গ্রামীন ফোনের থ্রীজির জন্য সামিট কোম্পানী এইচডিডি মেশিনের মাধ্যমে অপটিকাল ফাইবারের ঢাক ফাইলিং এর কাজ করা কালে কুলাউড়া টেলিফোন এক্সচেঞ্জের কপার ক্যাবলের প্রায় ২ শত মিটার ক্যাবল বিনষ্ট হয়ে ২০ জন গ্রাহকের টেলিফোন বিকল হয়ে যায়। একইভাবে জুড়ী উপজেলায় বেসরকারী কোম্পানী থ্রীজির কাজ করাকালে প্রায় ৩০০ মিটার অপটিকাল ফাইবার লিংক বিনষ্ট করায় জুড়ী টেলিফোন এক্সচেঞ্জসহ জুড়ী গোয়েন্দা ব্রাঞ্চ (পলিশ), ইমিগ্রেশন চেক পোষ্ট (বটুলী) এর ইন্টারনেটসহ অনলাইন কার্যক্রম অচল হয়ে যায়। সামিট কোম্পানীর এ ধরনের দায়িত্বহীনতা ও গাফলতির জন্য একদিকে বিটিসিএল এর ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন ও অপরদিকে কুলাউড়া ও জুড়ীসহ দু’উপজেলার টেলিফোন গ্রাহকদের সীমাহীন ভোগান্তির সম্মুখীন হতে হয়। উভয় ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ কুলাউড়া ও জুড়ী থানায় পৃথক পৃথকভাবে সামিট কোম্পানীর সাইট ইঞ্জিনিয়ার আমজাদ, মোশারফ ও মাহবুব গংকে দায়ী করে অভিযোগ দায়ের করেছে।



মন্তব্য করুন