মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহ ৩৫গ্রেফতার

October 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শনিবার রাত ২টার দিকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ জুড়ী শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন জেলা জামাতের নেতৃবৃন্দ।

৬ অক্টোবর পুলিশি কাজে বাধা দেওয়া,বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত ইত্যাদি অভিযোগে জুড়ী থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন।

জানা যায় ৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জেলা জামাতের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন ওই হয়রানীমূল রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মিথ্যা মামলায় মৃতব্যক্তি ও প্রবাসীকেও আসামী করার হয়েছে।

একটি সূত্রে জানা যায়, শনিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত  জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামাতের  ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com