February 18, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবহনের অপরাধে একজন ইটভাটা মালিকসহ দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ এর ৫ ধারা লংগনের দায়ে একজন ইটভাটা মালিকের এক লাখ টাকা এবং একই এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতার অপরাধে আরেক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ পঞ্চাশ হাজার অর্থদণ্ড আরোপ করেন। পরে তা আদায় করা হয়। পরিবেশ সুরক্ষায় প্রশসানের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com