March 8, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ী থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত চুরি ও ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছে।  বৃহস্পতিবার ৬ মার্চ রাতে জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জামকান্দি এলাকা থেকে পরোয়ানাভুক্ত চুরি ও ডাকাতি মামলার আসামি সোহের মিয়া (৩১) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি মামলায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেপ্তারী মূলতবী আছে। শুক্রবার সকালে  গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com