(ভিডিও সহ) রমজান ও ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাতে অবৈধ দোকান-পাট উচ্ছেদ

March 12, 2025,

স্টাফ রিপোর্টার : চলমান মাহে রমজান ও ঈদকে সামনে রেখে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার সড়কে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে যৌথ ভাবে নেমেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এসময় সড়কে উপর ও ফুটপাতে অবৈধ ভাবে দোকান-পাট পরিচালনার অভিযোগে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনে ৮টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

বুধবার ১২ মার্চ দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।

জেলা প্রশাসন সুত্রে জানা যায় রমজান মাস জুড়ে খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানী, ফুটপাতে অবৈধ দোকান রোধে মনিটরিংয় কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com