মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

June 25, 2025,

স্টাফ রিপোর্টার : জুলাই শহীদদের স্মরণে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ক্রীড়াঙ্গনে ঐক্য ও সৌহার্দ্য গড়ার আহ্বান এবং তরুণ সমাজে ক্রীড়া চেতনা ও দেশ প্রেম জাগ্রত করতে মৌলভীবাজারে শুরু হয়েছে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

শহরের ৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন “ফায়ারক্লাব” এর আয়োজনে এ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয় “লিজেন্ড স্পোর্টস এরিনা” মাঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও পৌর যুব বিভাগের সহ-সভাপতি কাওছার আহমদ। সার্বিক সমন্বয়ে ছিলেন ক্লাব পরিচালক জানে আলম ও সহকারী পরিচালক শেখ মোশাররফ রিয়াদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মাওলানা ফজলুর রহমান হেলালী।

বক্তারাতাদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন “এই টুর্নামেন্ট কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, এটি একটি চেতনার বহিঃ প্রকাশ।  যেখানে খেলাধুলার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও দেশের প্রতি ভালোবাসা গড়ে তোলা সম্ভব।”

তারা বলেন, “জুলাইয়ের আত্মত্যাগকে হৃদয়ে ধারণকরে ক্রীড়াক্ষেত্রে যেমন প্রতিযোগিতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের প্রস্তুতি”

উদ্বোধন এর পূর্বে উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর সেক্রেটারি ও মিউচুয়াল মটরস লিমিটেড এর এমডি আনোয়ার হোসেন চৌধুরী মোরশেদ, মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল ওয়াহিদ, ইম্পেরিয়াল কলেজের এমডি ও ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এইচ. এম. আলাউদ্দিন, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ও মৌলভীবাজার ট্রাভেলস এর স্বত্বাধিকারী সাকিবুরর হমান মেরাজ, ওয়ারিয়র্স অফ জুলাই, মৌলভীবাজার জেলা আহ্বায়ক ডা. শাহাব উদ্দিন বাবলু , জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নিজাম উদ্দিন রুমন , ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন সুমন, ২ নংওয়ার্ড সেক্রেটারী দিদারউল আলম মজুমদার, ৩ নংওয়ার্ড ব্যবসায়ী পরিষদ সভাপতি সৈয়দ আব্দুল হানিফ ফুয়াদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ: সাজ্জাদুর রহমান, আব্দুলহান্নান, ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্ট আয়োজকদের প্রশংসা করে বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু খেলাধুলাকে প্রাণবন্ত করেনা, বরং তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্ব বান নাগরিক হিসেবে ও গড়ে তোলে।”

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com