মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: ইয়ারইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন (পিপিএম সেবা)।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো: রাশেদুজ্জামান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, অভিবাকদের পক্ষে, মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, স্কুল ছাত্রী সৈয়দা তাকসিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন