মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালন

স্টাফ রিপোর্টার : “প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে ২৫ জুন বুধবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী আদালত সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন চৌধুরী, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মাঈদুল ইসলাম চৌধুরীসহ অনেকে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক মো: মাঈদুল ইসলামসহ অনেকে। আলোচনা সভা পড়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।
মন্তব্য করুন