বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার অভিষেক অনুষ্ঠান পালিত

June 28, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার  ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড তালামীয শাখার অভিষেক অনুষ্ঠান পালিত হয়।

শুক্রবার ২৭ জুন পূর্ব পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদে  এ অভিষেক অনুষ্ঠান  অনুষ্টিত হয়। ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের অর্থ সম্পাদক এস এম রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের অফিস সম্পাদক ইফতিখার আহমদ সনি, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন তালামীযের সভাপতি নাহিদ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক নাইম আহমদ রুসেল, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন তালামীযের অফিস সম্পাদক কামরুল ইসলাম হাসান, পূর্ব পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদের ইমাম মুস্তাফিজুর রহমান আকন্দ, ইন্টারন্যাশনাল তাহযিব একাডেমির প্রধান শিক্ষক আহমদ হুসাইন চৌধরী, পূর্ব পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদের মোয়াজ্জেম আকরাম আহমদ, ৬নং ওয়ার্ড তালমীযের সভাপতি জাকির খান, ৬নং ওয়ার্ড তালমীযের সাধারণ সম্পাদক সৈয়দ আসিফুল ইসলাম।

এলাকার মুরব্বি ছামছুল মিয়া, মো: রাকিব আলী, সৈয়দ রাজু আহমদ, সামাদ আহমদ, নাইম আহমদ, মিনাজ আলিফ, হাসান আহমদ, ফাহিম আহমদ, রুহিত মিয়া, রাহুল আহমদ, সৈয়দ ছানি আলী, সৈয়দ তামিম আলীসহ ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন তালামীযের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির সকল সদস্যকে শপথ গ্রহন করিয়ে তালামীযের সকল নিয়মের ধারণা দেন। এছাড়াও তালামীযের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com