ঘাতক জুনেলের ২দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ

July 1, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাসিজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফ বিল্লাহ তারেক এর ৫নং আমল আদালত (কুলাউড়া) রিমান্ড আবেদনের জন্য তোলা হয় খুনি জুনেলকে। ওইদিনও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আঞ্জুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। পুলিশ জুনেলের বিরুদ্ধে ৭ রিমান্ড আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাকে দুইদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন।

উল্লেখ্য ১৪ জুন প্রাইভেট পড়া থেকে বাড়ি ফেরার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়রে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে পাশবিক নির্যাতন করে শ^াসরোধ করে হত্যা করে দুই সন্তানের জনক জুনেল। এর একদিন পর বাড়ির পাশের কবরস্থানের পাশ থেকে এলাকাবাসী লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে খুনি জুনেলকে গ্রেফতার করে। খুনি জুনেল পুলিশের কাছে খুনের কথা স্বীকার করলেও কোর্টে সে খুনের কথা স্বীকার করেনি।

এসময় পুলিশ একই আদালতে ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত তাকে রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তবে ওইদিন কোর্টে কোনও আইনজীবী জুনেলের পক্ষে দাঁড়াননি। চাঞ্চল্যকর এই নির্মম হত্যাকান্ডের আত্মস্বীকৃত ঘাতক জুনেলের ফাঁসির দাবিতে জেলা ও উপজেলায় নজির বিহীন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এখনো অব্যাহত রেখেছে বিক্ষুব্দ ছাত্র-জনতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com