বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/ফ/তা/র ৩

August 5, 2025,

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ৫ আগস্ট ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিআর-১৯৪/২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সুজাউল গ্রামের ছিফত আলীর ছেলে সেলিম উদ্দিন, সিআর-২৯২/২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার দক্ষিণভাগ গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে আছাই মিয়া এবং একই মামলার আসামি আছাই মিয়ার ছেলে হাসান আহমদ জাহেদ।

থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সিআর মামলা পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে জানান, আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com