বড়লেখায় ‘আলোর নবজাগরণ’ ও খেলাফতের দৃষ্ঠিভঙ্গি’ বই দুটির মোড়ক উন্মোচন
August 9, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ আরেঙ্গাবাদের তরুণ লেখক ও কবি মাহফুজুর রহমানের প্রথম প্রকাশিত আলোর নবজাগরণ ও খেলাফতের দৃষ্ঠিভঙ্গি নামক বই দুটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
৮ আগস্ট শুক্রবার বিকেলে লেখকের প্রতিষ্ঠিত রহমানীয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপদেষ্টা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই দুটির মোড়ক উন্মোচন করেন সিলেটের শামীমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ মাওলানা লুৎফুর রহমান, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হক প্রমুখ।
মন্তব্য করুন