বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রে ফ তা র

August 9, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন (কাঠালতলী) ছাত্রলীগের সভাপতি কাওছার মির্জা রনিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবগুল গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে এবং জামায়াত কর্মী অহিদ আলীর ২০১৬ সালের ২১ মার্চ নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় চার নম্বর আসামি। শুক্রবার ৮ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

থানার ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা জানান, ধৃত আসামি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সভাপতি। ২০১৬ সালের ইউপি নির্বাচনের প্রচারণাকালে সহযোগি নিয়ে সে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জামায়াকর্মীর দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি হিসেবে ছাত্রলীগ সভাপতি কাওছার মির্জা রনিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com