বড়লেখার গাংকুল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আব্দুর রব : বড়লেখা উপজেলার সোয়াশ’ বছরের সু-প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে ১১ আগস্ট সোমবার দুপুরে ‘আমাদের করণীয় বিষয়ক’ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও অভিভাবক সদস্য হাফেজ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার গভার্নিংবডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত পরামর্শমুলক বক্তব্য দেন মাদ্রাসা কমিটির বিদ্যোৎসাহী সদস্য দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ, মাওলানা মো. শামসুল হক, অভিভাবক সদস্য মো. বদরুল আলম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শরফ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মো. আব্দুল মোহাইমিন, প্রভাষক মাওলানা খালেদ আহমদ, প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক নজমুল ইসলাম খান, মাসুদ আহমেদ, মো. আব্দুর রহিম, মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি জেবুল আহমদ প্রমুখ।
মন্তব্য করুন