এনজিও ফাউন্ডেশনের প্রকল্প, বড়লেখায় ছাগল পালন প্রশিক্ষণ ও বিতরণ

আব্দুর রব : বড়লেখায় দুস্থ উপকারভোগিদের ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরণ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জালালাবাদ ফাউন্ডেশন দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে ২৮ টি ছাগল বিতরণ ও উপকারভোগিদের ছাগল পালনের ওপর প্রশিক্ষণ প্রদানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম।
জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম এনাম আহমদের সভাপতিত্বে ও জালালাবাদ ফাউন্ডেশনের বড়লেখা উপজেলা প্রকল্প পরিচালক সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ও ছাগল বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, দাসেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস শুকুর, সহ-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন, সাংবাদিক মস্তফা উদ্দিন, সাবেক সেনা সদস্য ইমাম উদ্দিন, নিসচা’র বড়লেখা উপজেলা সহসভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা নুরুল ইসলাম নুনু প্রমুখ।
মন্তব্য করুন