বড়লেখায় জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস পালিত

August 12, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগস্ট মঙ্গলবার র‌্যালি, আলোচনা সভা, ক্রেষ্ট, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীনের সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিনের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে ইউএনও গালিব চৌধুরী যুবউন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ নিয়ে সফলতা অর্জনকারি উদ্যোক্তা এমরান আহমদ, সফল আত্মকর্মী সিকেল পাপাং ও লিমন দেব নাথকে বড়লেখা উপজেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন। অনুষ্ঠানে এছাড়া বিউটিফিকেশনের ওপর প্রশিক্ষণ সম্পন্নকারি ৩০ জন প্রশিক্ষনার্থীকে সনদপ্রদান ও যুবঋণের চেক বিতরণ করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম এনাম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা কর্মসূচি সমন্বয়কারি শ্রীনন্দন বর্মন, সফল যুব উদ্যোক্তা ইমরান আহমদ, উদ্যোক্তা ও খামারি আব্দুল কুদ্দুস, বদরুল হক, গত বছরের বিভাগ শ্রেষ্ট জয়িতা রোকসানা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com