ডাঃ সুধেন্দু বিকাশ দাশ এর নিউ ইয়র্ক আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার কমিউনিটি অব নিউ ইয়র্কের উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবক, মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের জমি দাতা ডাঃ সুধেন্দু বিকাশ দাশ এর নিউ ইয়র্ক আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
২৪ অগাস্ট রবিবার ৭.১৫ মিনিটে জুবায়ের খান জুয়েল এর পরিচালনায় ব্রনক্সের একটি পার্টি হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হার্ট ফাউন্ডেশন জমি দাতা প্রফেসর ডাক্তার সুধেন্দু বিকাশ দাস, আবু বক্কর চেয়ারম্যান, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি লায়েকুল ইসলাম তরফদার, জালালাবাদ সভাপতি মঈনুল ইসলাম, মৌলভীবাজার এসোসিয়েশন সভাপতি ফজলুর রহমান ও উপদেষ্টা মদব্বির হোসেন, এস্টোরিয়া ওয়েল ফেয়ার সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, ডিস্ট্রিক্ট সোসাইটির উপদেষ্টা আব্দুল মছব্বির ও এজাজ আহমেদ, প্রখাাত শিল্পী সেলিম চৌধুরী, গীতিকার ইসতিয়াক রুপু, ডিজিটাল ট্রেভেলস সত্বাধিকারি নজরুল ইসলাম, তজমুল হোসেন, আব্দুল গফফার চৌধুরী, ডাক্তার মিতা চৌধুরী, জাকির চৌধুরী সি পি এ শাখাওয়াৎ আলী, মুরাদ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বশির খান, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ কমিউনিটি এক্টিভিষ্ট আবুল কালাম সিফু, জুবায়ের খান জুয়েল, শাহ জাবের আহমেদ, গনি খান, বাহার লিটন খান, মোসা খান, শাহিন আহমদ, সুমন খান, টিটু চৌধুরী, টুকু তজমুল হোাসেন, আহমেদ, শামীম আহমদ, জসিম জাকির, মসুদ আহমদ, আখতার মিয়া, জাবেদ আহমেদ, শামিম মিয়া, ইমরান আলী, তামিম চৌধুরী, নুরে আলম জিকো, ওবায়েদুল হক শিবলু, সৈয়দ আহমদ জুয়েদ, সোলেমান মিয়া, ফজল খান, লুতফুর রহমান, সৈয়দ গৌছুল হোসেন, রেহমান খান, ইমন আহমেদ, হান্নান আহমেদ, মুহিবুর রহমান, সৈয়দ ফয়সল, সৈয়দ জিলাদ, মাঈনুর রহমান সুয়েব, সাদিকুর খান, শাহিন, সাকিব, কামরুল ইসলামসহ মৌলভীবাজার বাসীর সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয় ।
মৌলভীবাজার কমিউনিটি অব নিউয়র্কের আয়োজকরা সভায় যোগদানের জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আগামী প্রোগ্রাম গুলোতে অংশ গ্রহণ করে মৌলভীবাজারের উন্নয়নের শরিক থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ।
মন্তব্য করুন