মৌলভীবাজারের জামায়াতের উদ্যোগে জেলা ও উপজেলায় ব্যাপক ভিত্তিক গণ অবস্থান কর্মসূচি পালন

November 13, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

১৩ নভেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের চৌমুহনা চত্বরে সকাল সাড়ে ৯টা থেকে ২ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়।

এছাড়া শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল সহকারে ফ্যাসিবাদের অপতৎপরতার প্রতিরোধে সকাল থেকে তৎপর ছিলেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। উপজেলা ভিত্তিক বড়লেখা,জুড়ি, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা আমীরগণের নেতৃত্বে  গণ অবস্থান কর্মসূচি ও  মিছিল করা হয়।

পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী , ছাত্রশিবির শহর শাখার সভাপতি তারেক আজিজ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী, সাবেক সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ  প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com