লন্ডনে বিআইএস ইন্টারন্যাশনালের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

November 19, 2025,

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার-এর প্রবাসী স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত বিআইএস ইন্টারন্যাশনাল-এর প্রথম মিলনমেলা লন্ডনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর সোমবার লন্ডনের একটি আভিজাত্য রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএস ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট আবুল হাসান চৌধুরী। প্রোগ্রাম চেয়ারম্যান ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল দুলাল হোসেন জুমান এবং চিফ অর্গানাইজার সিরাজুল হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভাইজার নূর মোহাম্মদ সুয়েব, এমদাদ রাহাত চৌধুরী, আব্দুল খাইয়ুম, আজীবন সদস্য আসাদ রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল মোমিন খান (মুফতি), আব্দুল আহাদ রাজীব, রুহেল আহমেদ, রমজান মিয়া, ফজলে রহিম মিটুন, শেখ কামরুল ইসলাম, জামিল আহমেদ প্রমুখ।

সংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আলী আহমদ, মো. মাঈনুল ইসলাম, তালাত রহমান মর্দানি, মোহাম্মদ আতাউর রহমান রুমন, আব্দুল মুমিন খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সোহান হোসেন হেলাল, মোস্তাকিম আহমদ টিটু, চিফ অর্গানাইজার (ইউরোপ) ও প্রোগ্রাম কো-চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজার তৌফিক আলম নাঈম, ফাইন্যান্স সেক্রেটারি সৈয়দ তৌফিক এলাহী তিয়াস, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি আদনান ইমন, পাবলিক অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ও ফুট চেয়ারম্যান রেদোয়ান ইসলাম, অফিস সেক্রেটারি মারুফ আহমেদ খান পাবেল, স্পোর্টস সেক্রেটারি আলী আদিয়াত অনি, রিলিজিয়াস অ্যাফেয়ার্স সেক্রেটারি নাঈম আহমদ সানি, তার সহকারী মাহবুবুর রহমান সোহান, এক্সিকিউটিভ মেম্বার ফখরুল মুস্তফা, সৌরভ পোদ্দার সূর্য, মতিউর রহমান খান, কাবের আল হাসান, রেদওয়ান আহমেদ দিনার, মুকিদ আহমদ, ফাহাদ আহমদ, কাওছার খান, শুভ খান, আকরাম খান, মাহিন আহমদ ইমাদ, মুহিবুর রহমান, সানি আহমদ প্রমুখ।

বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর।

বক্তারা বলেন, মানবতা ও সামাজিক কল্যাণে কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসেও সংগঠনের কার্যক্রম সবার ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে মত দেন তারা।

প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূলতার মধ্যেও বৃটেনের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীর উপস্থিতি মিলনমেলাকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সদস্যরা সংগঠনের সাথে জড়িয়ে থাকা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় রাফেল ড্র ও নৈশভোজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com