মৌলভীবাজারে ছড়াকার রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি-৪ এর পাঠ উন্মোচন

November 23, 2025,

স্টাফ রিপোর্টার : বিশ্ব কবিমঞ্চের আয়োজনে বহু ছড়াগ্রন্থের লেখক যুক্তরাজ্য বসবাসকারী রব্বানী চৌধুরী ছড়া রচনাবলি-৪ এর পাঠ উন্মোচন হয়েছে।

২১ নভেম্বর শনিবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য বসবাসকারী কবি লুৎফুর রহমান চৌধুরী,নাট্যশিল্পী কবি চামেলী সিনহা ও গ্রন্থের লেখক রব্বানী চৌধুরী। সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজের বাংলার প্রভাষক অশেষ দেব, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, এডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল, কবি শহীদুল ইসলাম লিটন, শিক্ষক ধীরাজ ভট্টাচার্য, শিব প্রসন্ন ভট্টাচার্য, হাওর রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী, কবিতা পাঠ করেন ফুয়াদ বিন রশীদ, পলাশ দেবনাথ, অভ্র দাশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com