মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
December 16, 2025,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবস উপলক্ষে মহানস্বাধীনতাযুদ্ধে বীর শহিদদের স্মরণে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সূর্যদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরে সকাল সাড়ে ৯টায় এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী বিজয় মেলাসহ নানা আয়োজন রয়েছে।



মন্তব্য করুন