পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোকের শীতবস্ত্র বিতরণ

January 3, 2026,

স্টাফ রিপোর্টার : পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোক এর প্রচেষ্টায় ও মৌলভীবাজার জেলা প্রশাসক এর সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রতিবছরের ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২টায় শহরের শীতার্ত পথিক, সিকিউরিটি গার্ড এবং বিভিন্ন গ্রাম থেকে সরকারি হাসপাতালে আসা শিতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

৩ জানুয়ারি শনিবার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিবিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠাতা সভাপতি দুরুদ আহমেদ এর সভাপতিত্বে সংগঠনে সাইফুল ইসলাম সোহেলের সাঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ভোক্তা অধিকারের পরিচালক মো: আল আমিন।

বিশেষ অতিথি ছিলেন বরমচাল কলেজের প্রিন্সিপাল ফেরদৌস সুলতানা, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান। নিউজ ২৪ টিভির মৌলভীবাজার প্রতিনিধি ও দৈনিক মৌমাছি কন্ঠের প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাওরয়ার হোসেন বাদল, ব্যবসায়ি বদরুল ইসলাম,  সহ-সভাপতি ডাঃ দিলিপ রায়, সাংগঠনিক সম্পাদক রুবেল খা, প্রচার সসম্পাদক জামাল হোসেন, মহিলা সম্পাদক মনি রায়, আলেয়া বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com