স্কুল প্রতিষ্ঠায় বিশেষ অবদান, বড়লেখায় ৩৯ গুনি ব্যক্তিকে সম্মাননা
আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণ মুছেগুল কয়েছ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য সোমবার ৫ জানুয়ারি দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ৩৯ জন গুনি ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। এদের ৯ জনকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় ১৯৮৯ সালে কয়েছ আহমদ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ও প্রাক্তন ছাত্র সামস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মননা প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ব্যাংক কর্মকর্তা জুবায়ের আহমদ, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা কয়েছ আহমেদ, সমাজেবক মাওলানা লুৎফুর রহমান। অন্যদের মধ্যে ছাত্র অভিভাবক সাহাব উদ্দিন, সিনিয়র শিক্ষিকা নীলিমা আক্তার, সমসুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য করুন