এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
৪ জানুয়ারি রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ উল্লাহ আকনের নেতৃত্বে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে শহরের ন্যাশনাল ট্রেডিংকে পাঁচ হাজার ও কৃষ্ণচূড়া এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আকন জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি বিক্রির কোনো সুযোগ নেই। অবৈধ মজুদ বা মূল্যবৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন