ঢাকা গুলশান বনানী পূজা উদযাপন ফাউন্ডেশনের পক্ষে মৌলভীবাজারে সহস্রাধিক মানুষ পেল শীতের উপহার

January 5, 2026,

বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে সহস্রাধিক মানুষের মধ্যে শীতের কম্বল ও উলের সোয়াটার উপহার দেয়া হয়েছে।

৩ জনিুয়ারি শুক্রবার, শনিবার ও রবিবার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান, ফুলছড়ি চা বাগান, কাকিয়াছড়া চা বাগান, ভাড়াউড়া চা বাগান ও শহরের পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে সহস্রাধিক মানুষের মধ্যে এ কম্বল ও সোয়াটার উপহার দেয় ঢাকা গুলশান বনানী সার্বজনীন পূজা উদযাপন ফাউন্ডেশন। এ ছাড়াও ফেঞ্চুগঞ্জ সার কারখানা এলাকায় আরা দুইশত মানুষের মধ্যে কম্বল ও সোয়েটার উপহার দেয় ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন গুলশান বনানী সার্বজনীন পূজা উদযাপন ফাউডেশনের নিরাপত্তা সম্পাদক মনোজ সেনগুপ্ত, কোষাধ্যক্ষ অপূর্ব কুমার সাহা, আজীবন সদস্য রাধেশ্যাম ঘোষ, বনমালী মন্ডল, ইঞ্জি মিহির চাঁদ দে, অফিস ব্যবস্থাপক অভিজিৎ দাস, অফিসার সজীব কুমার ভক্ত, শ্যামলী পরিবহনের প্রতিনিধি মিহির বৈরাগী, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন, শিক্ষিকা জাহেদা শারমীন জুলি, শিক্ষিকা যুথিকা দেবী, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের নেতা সুদীপ দাশ রিংকু, বিভুতি ভূষন রায়, পূজা উদযাপন ফন্টের কেন্দ্রীয় কমিটির নেতা পলাশ বৈদ্য, বসন্ত হাজরা, বর্ণ চক্রবর্তী ও রতন মালাকার প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com