টানা অবরোধে জনজীবন বিপর্যস্ত অটোরিক্সা চালকদের ইচ্ছেমতো ভাড়া আদায়
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা অবরোধে মৌলভীবাজার জেলার ৭ উপজেলার বিভিন্ন সড়ক এবং দূরপাল¬ার বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল রয়েছে বন্ধ। বাস চলাচল বন্ধ থাকার সুযোগে সিএনজিচালিত অটোরিক্সা চলাচল করে। যাত্রীদের একমাত্র অবলম্বন ছিল এ যানবাহনটি। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন অটোরিক্সা চালকরা। কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ ভাড়াও আদায় করা হয়েছে। গন্তব্যে যেতে তাই অগত্যা যাত্রীরা অতিরিক্ত দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়েই চলাচল করেন। তাছাড়া অবরোধে সড়ক পথে নাশকতা হওয়ার আশংকায় লোকজনের চলাচলও অনেকাংশে কম। অন্যদিকে নাশকতার আশংকায় জেলার গুরুত্বপূর্ণ স্থান বাসস্টপেজ, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবরোধের দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও যাত্রী সাধারণ যেনো অসহায় তাদের কাছে। কেউ প্রতিবাদও করতে পারছেন না। কারণ যেতে তো হবে গন্তব্য স্থানে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা অবরোধে মৌলভীবাজার জেলার ৭ উপজেলার বিভিন্ন সড়ক এবং দূরপাল¬ার বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল রয়েছে বন্ধ। বাস চলাচল বন্ধ থাকার সুযোগে সিএনজিচালিত অটোরিক্সা চলাচল করে। যাত্রীদের একমাত্র অবলম্বন ছিল এ যানবাহনটি। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন অটোরিক্সা চালকরা। কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ ভাড়াও আদায় করা হয়েছে। গন্তব্যে যেতে তাই অগত্যা যাত্রীরা অতিরিক্ত দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়েই চলাচল করেন। তাছাড়া অবরোধে সড়ক পথে নাশকতা হওয়ার আশংকায় লোকজনের চলাচলও অনেকাংশে কম। অন্যদিকে নাশকতার আশংকায় জেলার গুরুত্বপূর্ণ স্থান বাসস্টপেজ, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবরোধের দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও যাত্রী সাধারণ যেনো অসহায় তাদের কাছে। কেউ প্রতিবাদও করতে পারছেন না। কারণ যেতে তো হবে গন্তব্য স্থানে। কুলাউড়া অফিস॥
মন্তব্য করুন